কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় কোচিং বাণিজ্য বন্ধ করতে প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলাধীন হাইস্কুল, মাদ্্রাসা ও কলেজের প্রধানদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল আসাদের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মো.আবুল কালাম, সহকারী অধ্যাপক মো.আকবর আলী, একাডেমিক সুপার ভাইজার মো. মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো.আব্দুস সালাম, প্রধান শিক্ষক মো. ইমাদুল হক, প্রধান শিক্ষক মো.আব্দুল জব্বার, প্রধান শিক্ষক মো.এনামুল হক বাবলু,প্রধান শিক্ষক মদন মোহন পাল, সুপার মো. আব্দুল খালেক প্রমূখ।
সমন্বয় সভায় জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইফটিজিং প্রতিরোধে স্ব স্ব প্রতিষ্ঠানে কমিটি গঠন, ক্লাস রুটিংয়ে এম.এম.সি. ক্লাস মার্কিং করে রুটিনের কপি ইউএনও মহোদয়কে প্রেরণ, এ.টু.আই. এর অধীনে সরকারের ফেসবুক পাবলিক সার্ভিস ইনোভেশন গ্রুপ পেজে লাইক দিয়ে এড হওয়া, উপজেলা ফেসবুক আইডির সাথে সকল প্রতিষ্ঠানের যুক্ত হওয়া, অভ্যন্তরীণ সকল পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠানকর্তৃক সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন করা, প্রথম ধাপে ৪ থেকে ৯ নভেম্বর প্রাথামিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এবং দ্বিতীয় ধাপে ১৬ থেকে ২৩ নভেম্বর মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের কৃমির ট্যাবলেট খাওয়ানো,আসন্ন জে.এস.সি/জে.ডি.সি/পি.এস.সি. বা সামনের সকল পাবলিক পরীক্ষা নকলমুক্ত ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হওয়াসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে একই স্থানে বিকাল সোয়া ৫ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও কোচিং বাণিজ্য বন্ধ উপজেলা কমিটির সভাপতি হাফিজ-আল আসাদ এর সভাপতিত্বে সরকারের নির্দেশনা অনুযায়ী দেবহাটা উপজেলাকে কোচিং বাণিজ্য মুক্ত রাখার লক্ষে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হাই এর পরিচালনায় ঐতিহাসিক অত্র সভায় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে প্রথম সভায় উপস্তিত ছিলেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মো.আবুল কালাম, খানবাহাদুর আহছানউল্লা কলেজের সহকারী অধ্যাপক মো.মনিরুজ্জামান (মহসিন), কোমরপুর মাদ্্রাসার সুপার মো.আব্দুল খালেক, দেবহাটা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইমাদুল হক, বহেরা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিভূতি ভূষণ দত্ত প্রমূখ। সভায় অতিদ্রুত উপজেলার মধ্যে সকল ধরণের কোচিং বাণিজ্য বন্ধের লক্ষে সংশ্লিষ্ট সকল শিক্ষকের তালিকা প্রণয়নের সিন্ধান্ত গৃহীত হয়।
পূর্ববর্তী পোস্ট