আশাশুনি ব্যুরো: আশাশুনির পাইথালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার পাইথালী বাজারে উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে প্রধান শিক্ষক আরিফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং আসামীকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র আবম মোছাদ্দেক। সিনিয়র প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারী সানা। প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জুলহাজ উদ্দীন, বিশ্ব রঞ্জন সরকার, রথিন্দ্র নাথ মন্ডল, সাকিলা পারভীন, শরিফুজ্জামান, মাওঃ ওয়াজেদ আলী, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, ইলিয়াজ ইকবাল আশিষ, অপর্ণা মন্ডল প্রমূখ। সমাবেশে বক্তাগন অহেতাক প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে বুধহাটা ইউপি সদস্য, নারী নির্যাতন সহ একাধিক মামলার আসামী আলতাফ সানা তার সহযোগীদের সাথে নিয়ে মারপিট ও লাঞ্জিত করায় যথারিতি থানায় মামলাও রেকর্ড হয়েছে। কিন্তু, আলতাফ সানা সম্প্রতি হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এলাকায় হুমকি-ধামকি ও আস্ফলন করে বেড়াচ্ছে। অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আশাশুনি শিক্ষক সমাজ বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষনা দেন।
পূর্ববর্তী পোস্ট