নলতা প্রতিনিধি : জেলার শ্রেষ্ঠ প্রাইমারি স্কুল কালিগঞ্জের নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার শ্রেষ্ট কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪ জন পি.এস.সি পরীক্ষার্থী ও ৪৯ জন জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি কমিটির সদস্য ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শেখ ওয়াহেদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক আব্দুল্লা সিদ্দিকি, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্জ মোঃ আনারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আবু দাউদ, আ’লীগ নেতা আব্দুল জব্বার, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, মাজেদা বানু। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ বক্তারা বলেন, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকরা কমলমতী শিক্ষার্থী সু-শিক্ষায় শিক্ষিত করতে যে কঠোর পরিশ্রম করছে তার ফল হিসেবে জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। এভাবে যদি এই বিদ্যালয়ের শিক্ষরা কঠোর পরিশ্রম করতে থাকে তাহলে একদিন বিভাগ কেন দেশের মধ্যেও শেষ্ঠ হতে পারবে। এছাড়াও যার যার অবস্থান থেকে এই বিদ্যালয়ের উন্নতির জন্য সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। শিক্ষকদের পক্ষ থেকেও উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। মোছাঃ তহুরুন নেছার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, উক্ত বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওমর ফারুক, গীতা পাঠ করেন, করবী স্বর্ণকার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক। এসময় অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট