নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে বনদস্যু নুর-এ-আলম বাহিনীর হাতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) এর সদস্যরা। এ সময় নুর-এ-আলম বাহিনীর দুই সদস্যকে দুটি অস্ত্রসহ আটক করেছে র্যাব। বুধবার রাত ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন কালির খাল থেকে তাদের উদ্ধার করা হয়।
তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক বনদস্যু এবং উদ্ধার হওয়া জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে র্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মালঞ্চ নদীর কালির খাল থেকে দুই বনদস্যুকে দুটি অস্ত্রসহ আটক করা হয়েছে। তিনি আরো জানান, এ সময় বনদস্যু নুর-এ-আলম বাহিনীর কবল থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করা হয়।
পূর্ববর্তী পোস্ট