কেএম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় মরা গরুর মাংস সহ এক জনকে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে ভ্যান চালককেও আটক করা হয়। তাদেরকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন। পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এএসআই আব্দুল গনি মিয়া ও মাসুদ হোসেন উপজেলার গাজীরহাট এলাকা থেকে দেবহাটা উপজেলার হাদীপুর গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে খোকন গাজী মধু (৪৫) কে ২৫ কেজি মরা গরুর মাংস সহ আটক করেন। খোকন গাজী মধু দীর্ঘদিন যাবৎ মরা গরুর মাংসে কেওড়ার টক মিশিয়ে হরিনের মাংস বলে বিক্রি করে বলে স্থানীয়রা জানিয়েছে। ইতিপূর্বেও সে অনেকবার স্থানীয় লোকজনসহ প্রশাসনের হাতে ধরা খেয়েছে। এসময় তার সাথে ভ্যান চালক উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে সিরাজুল (২০) কেও আটক করা হয়। খোকন গাজী ওরফে মধুকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ভ্যান চালক সিরাজুলকে ২ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
পূর্ববর্তী পোস্ট