পরের মিনিট পনেরো দুই দলই একটু সাবধানী ভঙ্গিতে এগোল। তখনো ঝড়ের ইঙ্গিত মেলেনি। ২৩ মিনিটে এসেনসিওর এক পাসেই শুরু হলো সেভিয়ার দুর্ভাগ্য। আপাত নিরীহ এক আক্রমণ থেকেই অসাধারণ এক থ্রু পাস এসেনসিওর। হঠাৎ করেই নিজেকে ফাঁকায় আবিষ্কার করা রোনালদো সেখান থেকে গোল বের করে নিতে ভুল করেননি। দুই গোলে এগিয়ে থাকলেই এ মৌসুমে রিয়ালকে সন্তুষ্ট মনে হচ্ছিল, কিন্তু আজ সেটা হয়নি।
একের পর এক আক্রমণ, আর তারই ফল ৩১ মিনিটে মার্সেলোকে আটকাতে গিয়ে জেসুস নাভাসের বলে হাত লাগিয়ে ফেলা। পেনাল্টি থেকে ব্যবধান (৩-০) বাড়ালেন রোনালদো। এ গোলেই টানা সাত বছরে এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৫০ গোলের রেকর্ড গড়লেন রোনালদো। পরের চার মিনিটেই আরও দুবার এগিয়ে যেতে পারত রিয়াল। গোলের ক্ষুধা নিয়ে নামা অতৃপ্ত রিয়াল একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল আর সেভিয়াকে বারবার বাঁচিয়ে দিচ্ছিলেন রিকো।
৩৮ মিনিটে রিকোও পারলেন না দলকে বাঁচাতে। মাঝমাঠে বল কেড়ে নিলেন রোনালদো। সে বল ক্রুসকে দিতেই, মাঝমাঠ থেকে ডি-বক্স পর্যন্ত একাই দৌড়ে এলেন ক্রুস। বক্সের কাছে এসে বল দিলেন ভাসকেজকে। ফিরতি বলে বাঁ পায়ের এক টোকা ক্রুসের। ৪-০ গোলে এগিয়ে গেল রিয়াল।
তাতেও তৃপ্ত হয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। চার মিনিট পরেই আবারও রিয়ালের গোল। এবারও তাতে অবদান রইল রোনালদোর। বেনজেমার সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের সামনে বেনজেমাকে বল ফিরিয়ে দিলেন রোনালদো। সে বল থেকে নিজে শট না নিয়ে আগুয়ান আশরাফ হাকিমিকে বল দিলেন বেনজেমা। চমৎকার এক শটে রিয়ালের পক্ষে নিজের প্রথম গোলটা করে নিলেন এই রাইটব্যাক (৫-০)। ৪৪ মিনিটে ভাসকেজ একটু আগে সিদ্ধান্ত নিতে পারলে অর্ধ ডজন গোল হয়ে যেত রিয়ালের।
এমন দাপুটে প্রথমার্ধের পর আয়েশি ভঙ্গিতে দ্বিতীয়ার্ধ শুরু করে রিয়াল। যে কয়েকবারই সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাও কাজে আসেনি। রোনালদো নিজেও গোল না করে বেনজেমাকে গোল করাতে মন দিলেন। ৬৬ মিনিটেই সেটা হতে পারত। কিন্তু মার্সেলোর ক্রসে দারুণ এক হেড করলেও ক্রসবার বাধা হয়ে দাঁড়াল বেনজেমার সামনে।
এমন অনায়াস জয় বলেই কিনা ৭৫ মিনিটে প্রায় অভাবনীয় একটি বিষয়ও দেখা গেল। অনেক দিন পর মাঠ থেকে তুলে আনা হলো রোনালদোকে। পাঁচজন মিডফিল্ডার নিয়ে বল দখলে মন দিল রিয়াল। তবু একটু পরপরই সেভিয়া গোলরক্ষকের পরীক্ষা নিয়েছে তারা। শেষ দশ মিনিটের প্রায় পুরোটা সময় সেভিয়ার অর্ধেই কাটিয়েছেন রিয়ালের ৯ জন খেলোয়াড়। রিকো বাধা না হলে রিয়ালের জয়ের ব্যবধান আরও বাড়তে পারত।