ডেস্ক রিপোর্ট : আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ২৫মার্চ গণহত্যার পর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকা-ের মত বেদনাদায়ক স্মৃতি আর নেই। এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়ে ছিল বাংলাদেশ। জাতি গভীর শ্রদ্ধার বিজয়ের প্রারম্ভের এই অপূরণীয় ক্ষতির কথা স্মরণ করে। দিবসটিতে দেশে যখন শোক ও শ্রদ্ধার এক গভীর বোধের রেশ থাকে তখনই সাতক্ষীরার তালা উপজেলার শালিখা কলেজের ২০১৭-১৮ বর্ষের নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আর এতে বিস্মিত সবাই, হতবাক বিবেকবান মানুষ। এমন একটি দিনে এধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে তা কোন সুস্থ মানুষের বোধগম্য নয়।
শালিখা ডিগ্রী কলেজের এই নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি। কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যপক পলাশ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন (রাজু) ও কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান গোলদারও বক্তব্য রাখেন।
এদিকে এবিষয়ে জানতে চাইলে কলেজটির অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু বলেন, “আসলে আমাদের নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়নি। আবার ছুটিও হয়ে যাচ্ছিল তাই এমনটি করা হয়েছে। তবে দিবসটির কথা মাথায় রেখে আমরা শুধুমাত্র একটু ফুল দিয়েই বরণ করে শেষে বুদ্ধিজীবীদের স্মরণ করে অনুষ্ঠান শেষ করেছি। তবে এটা আমাদের ভুল হয়েছে। এমনটা করা আমাদের উচিৎ হয়নি।”
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের মোবাইলে এবিষয়ে জানতে বেশ কয়েকবার ফোন করলেও তার ফোনটি বন্ধ থাকায় সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
পূর্ববর্তী পোস্ট