শ্যামনগর ব্যুরো : ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭। দিনটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের নেতৃত্বে সকাল ১০ টায় এক র্যালি বের হয়ে উপজেলার সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অংশীজনের বৈঠকখানায় এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুর হোসেন মিয়া। বক্তারা অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সর্বাতœক অভিবাসন নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
অর্গানাইজার দেবাশীষ তরফদার, হোসনেয়ারা বেগম, সুফিয়া বেগম ও শিক্ষার্থী মিথিলা ফারজানা।
শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট