২০১৭ সালটা দুর্দান্ত কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও রিয়াল মাদ্রিদের। আর তারই জের ধেরে ২০১৭ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রোনালদো আর জিনেদিন জিদান হয়েছেন বর্ষসেরা কোচ। পাশাপাশি বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হচ্ছে ২০১১ সাল থেকে। আর এ নিয়ে টানা দুবার ও সব মিলিয়ে চারবার পুরস্কারটি জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।
এবার ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। বর্ষসেরা লিগ নির্বাচিত হয়েছে স্প্যানিশ লা লিগা। রোমা ও ইতালির কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি জিতেছেন প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড। স্পেন ও বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় কার্লোস পুয়োলও পেয়েছেন এই পুরস্কার।