নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসুচির মধ্য দিয়ে বর্তমান সংসদের চতুর্থ বছর পুর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস-২০১৮ পালিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা আওয়ামীলীগের আহবানে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হতো। অনেকে বলেছে, দেশে গৃহযুদ্ধের মতো অবস্থার সৃষ্টি হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত বাধা অতিক্রম করে নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছেন। এ জন্য দিনটিকে বাংলাদেশ আওয়ামীলীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করে। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচন বন্ধ করার জন্য এবং অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য বিএনপি-জামায়াত জোট লাগাতার হরতালের নামে মানুষকে হত্যার নীল নকশায় লিপ্ত হয়েছিল। রাস্তার পাশে থাকা গাছ কেটে রিক্সা, ভ্যান, বাস ট্রাক ভাংচুর করেছে, শুধু তাই নয়, আগুন দিয়ে বাসের যাত্রীদের পুড়িয়ে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে বিজয় হওয়ার পর থেকে একে একে সকল বাধা উপেক্ষা করে দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্ববাসীর কাছে স্বীকৃতি পেয়েছি। সাবাস! সাবাস বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা, আপনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে রোল মডেল। সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহবান তিনি।’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. এস.এম হায়দার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা আওয়ামীলীগের সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, সাবেক শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগ নেতা মীর মহি আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি এড. তামিম আহম্মেদ সোহাগ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলীসহ জেলা আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।
পূর্ববর্তী পোস্ট