প্রেস বিজ্ঞপ্তি : ১ বছরের শিশু হালিমা বাঁচতে চায়। মাত্র ১বছর হলো পৃথিবীর আলো দেখেছে সে। জন্ম নিয়েই সে আজ পৌঁছে গেছে মৃত্যুর দ্বারপ্রান্তে। শিশু হালিমা এখনো কথা বলতে শেখেনি। ভালো করে চিনে উঠতে পারেনি তার পিতা-মাতকেও। অথচ নিয়তির কি নির্মমতা। এ বয়সেই তার হার্ট ছিদ্র হয়ে গেছে। এদিকে তার পিতা মেয়ের এ অবস্থা দেখে গোপনে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। কিন্তু মা আর কোথায় যাবেন। সহায় সম্বলহীন মাতা সুখিলা বেগম শিশুটির জীবন বাঁচানোর জন্য সকলের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। নিজের কাছে কোন অর্থ না থাকলেও শিশু কন্যা হালিমা কে বাঁচানোর জন্য এ পর্যন্ত ধার দেনা করে অনেক পয়সা ব্যয় করেছেন তিনি। কিন্তু চিকিৎসক বলেছেন হালিমা কে বাঁচাতে হলে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে অপারেশন করতে হবে। সেখানে প্রায় ৩লক্ষাধিক টাকা প্রয়োজন। যা ওই অসহায়, গরিব মাতা সুখিলা বেগমের পক্ষে বহন করা সম্ভব না। শিশুটিকে বাঁচাতে তার অসহায় মাতা সমাজের সকলকে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা; সুখিলা বেগম, সাং- মধুমোল্লার ডাংগী, থানা ও জেলা-সাতক্ষীরা। বিকাশ নং- ০১৯৯১-৬১২৭৩৪।
পূর্ববর্তী পোস্ট