আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বৃদ্ধা মা ক্ষ্যান্তদাশীকে মারপিট করেছে তারই সন্তান। আহত ক্ষ্যান্ত দাশীকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশাশুনি থানা পুলিশ জানায়, মারপিটকারী সন্তানকে আটক করতে অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।
গোয়ালডাঙ্গা গ্রামের মৃত কুন্ডু মন্ডলের স্ত্রী ক্ষ্যান্ত দাশীর (৭২) সহায় সম্পদ সন্তান হাতিয়ে নিয়ে মায়ের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে তার সন্তান নিরাপদ মন্ডল। ক্ষ্যান্ত দাশী জানান, স্বামীর মৃত্যুর পর থেকে তার রেখে যাওয়া দেড় বিঘা জমি নিয়ে ভালই ছিলেন। সরকার তাকে বয়স্ক ভাতা দিচ্ছে। তার গরুও রয়েছে। কিন্তু সন্তান নিরাপদ মন্ডল স্ত্রীর কথায় বিশ্বাস করে মাকে ভাল নজরে দেখেনা। যখন তখন মায়ের উপর চড়াও হয়। গরু ও জমি নিজের দখলে নিয়েছে। বয়স্ক ভাতার টাকাও হাতিয়ে নিতে চায়। মা টাকা দিতে রাজী না হওয়ায় স্ত্রীকে সাথে নিয়ে গালিগালাছ ও নির্যাতন করে আসছে। গত সোমবার তারা বৃদ্ধা মাকে মারপিট করে। বাধ্য হয়ে অতিকষ্টে ক্ষ্যান্তদাশী আশাশুনি থানায় গিয়ে অভিযোগ করেন। ওসি শাহিদুল ইসলাম শাহিন তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন এবং অভিযুক্ত সন্তানকে আটকের আদেশ দেন।