মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভায় প্রতিটি সভায় যে সব আলোচ্যসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তা আজ অবধি বাস্তবায়ন করা হয়নি এবং একই আলোচ্যসূচি নিয়ে আলোচনার বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা পুরোদমে ভেঙে পড়েছে। সাতক্ষীরার বিভিন্ন মানুষ আমার কাছে অভিযোগ করেছে। হাসপাতাল চত্বরে নোংরা ও দুর্গন্ধে হাসপাতালের পরিবেশ দূষিত হচ্ছে।” অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের মাধ্যমে হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে বলেন তিনি। তিনি আরও বলেন, “হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে অর্থ আদায় খুবই দুঃখজনক। ডাক্তাররা ঠিকমতো হাসপাতালে থাকেনা। তারা প্রাইভেট ক্লিনিক নিয়ে ব্যস্ত থাকে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে গরিব অসহায় রোগীদের হয়রানি করছে। জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বেতন নেবেন অথচ তাদের সেবা দেবেন না তা হবে না। সদর হাসপাতালকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার নামে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা ব্যাহত করে সরকারের ইমেজ নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।’
এসময় আর বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ^াস, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, ডা. সুশান্ত ঘোষ, সদর হাসপাতালের প্রকৌশলী আমিনুর রহমান ও কামরুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডা. ফরহাদ জামিল।