নিজস্ব প্রতিবেদক : জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকির ঘটনায় দলিল লেখক মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মুন্সি রুহুল ইসলাম ২৮ জানুয়ারি’১৮ তারিখে ১৭৮ নং স্মারকের একপত্রে এ নির্দেশ দেন। এছাড়াও কেন তার লাইসেন্স বাতিল করা হবে না এর সন্তোষজনক কৈফিয়ত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রসূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখ মোঃ মনিরুজ্জামান মনি(সনদ নং ৯/২০০৬) ১২৯/১৫, ৯১৩৩/১৫, ৯৪০৬/১৫ এবং ৮৬৪২/১৫ নম্বর দলিল গুলোর শ্রেণি পরিবর্তন(ডাঙ্গা শ্রেণির পরিবর্তে বিলান, বাস্তর পরিবর্তে ডাঙ্গা লিখে) সর্ব মোট ৪ লক্ষ ২৯ হাজার ৯১৬ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে নিজের পকেটস্থ করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে। যা রেজিস্ট্রেশন আইন ১৯০৮ ধারা ৮০ জি অদীন প্রনীত দলিল লেখক(সনদ) বিধিমালার বিধি ১২ অনুসারে তাকে সাময়িক বরখাস্ত এবং শোকজ করা হয়।
এঘটনায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মুন্সি রুহুল ইসলামের সাথে তার ব্যবহৃত ০১৮২৭ ১০০০৭১ নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় তা সম্ভব হয়নি।