আশাশুনি ব্যুরো : আশাশুনিতে এলজিএসপি-৩ এর বরাদ্ধ প্রাপ্ত অর্থ হইতে গৃহিত প্রকল্পের আওতায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএমডি মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইউনিয়নের ১৭ জন অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। প্রধান অতিথি এসময় বলেন, একটি সেলাই মেশিন একটি পরিবারকে মুটামুটি ভাবে জীবন ধারনে সহায়তা করতে পারে। এটি বিক্রি করলে হয়তো এক মাস ভালভাবে চলবে। তাতে আমাদের জীবন মানের উন্নয়ন হবে না। আমরা নিজেরা যদি আমাদের ভাগ্য বদলাতে চেষ্টা না করি তাহলে কোন দিনই আমাদের ভাগ্য বদলাবে না। তাই আমার দাবি এই মেশিনটির যথাযথ ব্যবহার করুন এবং নিজের পরিবারের উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নতির দিকে নিয়ে চলুন। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেকের সভাপতিত্বে এবং বুধহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান, রবিউল ইসলাম, হাফেজ রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে সেলাই মেশিন বিতরণ
পূর্ববর্তী পোস্ট