নিজস্ব প্রতিবেদক: কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হক ও শিক্ষক প্রতিনিধি রুস্তম আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, শিল্পপতি মোঃ নওয়াব আলী, সেলিনা নওয়াব, সমাজ সেবক সেহেলী সফিক। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনা। আর শিক্ষার পাশাপাশি খেলাধুলা গুরুত্ব অপরোসিম। খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সাধিত হয়। এজন্য মনকে সুস্থ্য রাখতে খেলাধুলার প্রয়োজন আছে। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক, শিক্ষীকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কারিমা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট