আগামী মাসে টয়লেট পেপারের দাম বাড়তে পারে- এমন খবর ছড়িয়ে পড়ার পর তাইওয়ানের দোকানগুলোতে মানুষ টয়লেট পেপার কিনতে ভিড় জমাচ্ছেন।
দোকানিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের দোকানে যেখানে টয়লেট টিস্যু বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়, সেই জায়াগায় ফাঁকা ছবি পোস্ট দিচ্ছেন।
উৎপাদকরা খুচরা বিক্রেতাদের জানিয়েছেন, মার্চে টয়লেট টিস্যুর দাম ১০ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে। এরপরই এ অবস্থার তৈরি হয়েছে।
বিক্রেতারা ক্রেতাদের এখনকার ভিড়ের জন্য দাম বাড়ার আতঙ্কের চেয়ে টয়লেট টিস্যু শেষ হয়ে যাওয়ার আতঙ্ককে দায়ী করছেন।
তাইওয়ানের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের হিসেবে, বিশ্বব্যাপী কাঁচামালের মূল্যবৃদ্ধিই দাম বাড়ার কারণ।
এ ছাড়া কানাডার বনে আগুন ও ব্রাজিলের উৎপাদনে ব্যাঘাত ঘটাকেও দায়ী করা হচ্ছে।
তবে তাইওয়ান সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে টয়লেট পেপারের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।