নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাংগঠনিক ও নীতিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার আহবায়ক মো. সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলমগীর মল্লিক, কাজী জহিরুল ইসলাম বুলবুল, এম শরীফ উল আলম, কাজী শাহ-আলম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক মো. ছফিউল্লাহ ভূঁইয়া সাগর, নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাইয়ুম সরকার, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, মাওলানা আফসার উদ্দিন, মিহির কুমার বিশ^াস, মনজুর খান চৌধুরী, জাহাঙ্গীর হোসেন মোল্যা, আবু ছালেক, শেখ আনজারুল ইসলাম, নাসির উদ্দিন, আজম, রজিবুল ইসলাম, মো. রোকন উদ্দিন বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিলন আহম্মেদ।
সাতক্ষীরায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মতবিনিময়
পূর্ববর্তী পোস্ট