বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে নবাগত দল রাজশাহী কিংসকে ৩ রানে পরাজিত করেছে আরেক নবাগত খুলনা টাইটান্স।খুলনা টাইটান্সের দেওয়া ১৩৪ রানের টার্গেট ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। ফলে ৩ রানের জয় পায় মাহমুদউল্লাহর খুলনা। জয়ের জন্য অপেক্ষা করতে হয় শেষ বল পর্যন্ত।
এর আগে নিজেদের প্রথম খেলায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে টাইটান্স। ফলে কিংসের টার্গেট দাড়ায় ১৩৪ রানের।
খুলানর পক্ষে সর্বচ্চো ৩২ রান করে সংগ্রহ করেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও ওয়াসেলস। এছাড়াও মজিদ (১৫), নিকোলাস পোরান (১৪), শুভাগত হোম (৩) ও অলোক কাপালির ব্যাট থেকে আসে ১১ রান।
অপরদিকে রাজশাহীর পক্ষে একাই ৫ উইকেট তুলে নিয়েছে দলটির পেসার আবুল হাসার রাজু। ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে তুলে নেন এই উইকেট। এছাড়াও ইংল্যান্ড বধের নায়ক মেহেদী হাসান মিরাজ ও পটেল নেন ১টি করে উইকেট।
বিপিএলের চতুর্থ আসর দিয়ে অভিষেক হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের। যদিও প্রথম দুই আসরে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে ছিল তারা। তবে এবার ফ্র্যাঞ্চাইজি বদলে নতুন নামে আবার ফিরেছে দল দুইটি।