প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ যুবমৈত্রী সাতক্ষীরা জেলা কমিটির ৫ম জেলা কাউন্সিল গতকাল শুক্রবার সকাল ১০টায় পুরাতন আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি স্বপন কুমার শীল। জেলা সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ্ আলী খান কলিন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, যুবমৈত্রীকে সংগঠিত হতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদ মোকাবেলায় লড়াই চলমান রাখতে হবে। গণমানুষের পাশে থেকে যুবমৈত্রীকে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। সমাজ বদলের উপযুক্ত সময় আমরা পার করছি। সময়কে কাজ লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বাহ্ আলী খান কলিন্স বলেন, ঘুষ- দুর্নীতি, লুটপাট, দলবাজী, চাঁদাবাজী ও দখলবাজীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব মৈত্রীকে শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় কার্যকরি ভূমিকা নিতে হবে। সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে যুবমৈত্রীকে ঐক্যবদ্ধ থেকে যুব সমাজকে দিক নির্দেশনা দিতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মহিবুল্লাহ মোড়ল, সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, ময়নুল হাসান, শফিকুল ইসলাম শফিক, অধ্যক্ষ শিব পদ গাইন, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি প্রণয় সরকার প্রমুখ। কাউন্সিলের ২য় পর্বে উপস্থিত কাউন্সিলরগণের মতামতে অধ্যক্ষ শিব পদ গাইন কে সভাপতি, মফিজুল হক জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ কয়ালকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য গঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট