রোজার মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। মাঝখানে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। এই শিডিউল সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
সোমবার (৭ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানান।
মন্ত্রিপরিষদের সভায় কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি গত ২৭ এপ্রিল অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করায় তাকে (প্রধানমন্ত্রীকে) ধন্যবাদ জানায় মন্ত্রিপরিষদ সভা।