স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শেষের দিকে বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু ‘আর্থিকভাবে লাভবান নয়’ এমন অজুহাতে সেই সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া।
তবে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বৃহস্পতিবার (১০ মে) সিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ হয়েছে।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল মাশরাফি-সাবিকদের। কিন্তু বোর্ডের অর্থ সংক্রান্ত ক্ষতির কারণে এ সিরিজ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সিএ। ২০০৩ সালের এফটিপি অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজের ফিরতি সিরিজ হতো এটি।
সিরিজ বাতিল হলেও ২০১৯ সালের বিশ্বকাপের পর একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যেতে আগ্রহী বাংলাদেশ। এমন একটি প্রস্তাব এরইমধ্যে চিঠি আকারে পাঠিয়েছে বিসিবি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি’র সাথে আলোচনা করেই বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে সিএ।
আগামী ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পরের বছর অনুষ্ঠেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বেই এই সিরিজ আয়োজনের কথা ভাবছে অজিরা। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ পরিবেশের সাথে মানিয়ে নিয়ে বাকি বাংলাদেশ দলের সুবিধা হবে বলে মনে করছে সিএ। বিসিবিও তাতে সম্মত হয়েছে।