আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সরকার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলের বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছে।
এতে আইসিসির প্রসিকিউটরকে আহ্বান জানানো হয়েছে দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলি অপরাধের তাৎক্ষণিকভাবে তদন্ত করার জন্য । খবর আল জাজিরা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রশিদ আল-মালিকি মঙ্গলবার নেদারল্যান্ডের দ্য হেগভিত্তিক স্বাধীন আদালতে প্রসিকিউটর ফাতু বেনসুদাকে দেখা করার জন্য আসেন।
মালিকি প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা দরকার। যারা চলমান, ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে।