মোঃ আরাফাত আলী, কালিগঞ্জ: বিভিন্নখাতে সরকারি কাজের যে বরাদ্দ আসে তার একশ ভাগের দশ ভাগ ও কাজ হয়না সব টাকা লুটপাট হয়ে যায় এসব টাকা লুটপাট করে পার পেয়ে যায় রাঘব বোয়ালরা কালিগঞ্জে অফিসার্স ক্লাবে বুধবার সকাল ১০ টায় এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক সৈয়দ ইফতেখার হোসেন।
এসময় কালিগঞ্জের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ,আমে বিষাক্ত ফরমালিন রোধে কঠোর ভূমিকা গ্রহণ, মৎস্য ঘেরে ভেঁরিবাধ না দিয়ে সরকারি রাস্তা বাঁধ হিসেবে ব্যবহার কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,চিংড়ি মাছে অপদ্রব্য পুষ কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন সমাস্যার সমাধান করনীয় পদক্ষেপ নিয়ে সর্বসাধরনের প্রশ্নের জবাব দেন তিনি। এছাড়া উপজেলায় কোন দপ্তর যদি দূর্নীতির আশ্রয় নেয় তাহলে তার ব্যবহৃত মোবাইল ফোনে অভিযোগ জানাতে বলেন উপজেলার সর্বসাধারন মানুষকে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার ডাক্তার আকছেদুর রহমান, কৃষি অফিসার ফজলুল হক মনি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, যুব-উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহরিয়ার রনজু। কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম, কালিগঞ্জ ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা এস.এম শাহাদাত হোসেন, এ্যাডঃ জাফরউল্ল্যাহ ইব্রাহিম, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল ও ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর গফুর। অনুষ্ঠানের শেষে উপজেলার ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য ল্যাপটপ ও প্রজেক্টর প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট