জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ এর বিভিন্ন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলের কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ঝাউডাঙ্গা কলেজ।
এবং সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।
এ নিয়ে তিনি টানা দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় গৌরব অর্জন করেন। অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের এ সাফল্যে কলেজ পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবক মণ্ডলী অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ডেইলি সাতক্ষীরা কে বলেন, এ অর্জন আমার একার নয়, এ অর্জন কলেজ শুভাকাঙ্ক্ষীদের সবার।

