আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ ত্যাগ করছে যুক্তরাষ্ট্র। এ জন্য সব রকমের প্রস্তুতিও সম্পন্ন হয়ে গেছে বলে নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘ সদরদপ্তরের এক কর্মকর্তা।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হেলে এবং সেক্রেটারি অব স্টেট মাইক পম্পিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
এর আগে গত বছর নিকি হেলে সংস্থাটির ক্রমাগত ইসরাইল বিরোধী মনোভাবের সমালোচনা করেন। এবং বলেন, এমন চলতে থাকলে যুক্তরাষ্ট্র সংস্থাটিতে তার সদস্যপদ রাখার ব্যাপারে ভেবে দেখবে।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি তার বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছে। এর মধ্যে অন্যতম হল তার সদস্য দেশগুলোকে মানবাধিকার বিরোধী কার্যকর্মের পক্ষে অবস্থান নেয়া।
তবে যুক্তরাষ্টের বেরিয়ে আসার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি জাতিসংঘ। বরং তারা দেশটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে মুখপাত্র স্টিফেন ডুজারিক।
এদিকে যুক্তরাষ্ট্র এমন একটি সময়ে সিদ্ধান্তটি নিতে যাচ্ছে যখন ট্রাম্প প্রশাসন নিজেরাই শিশু অভিবাসনকারীদের তাদের বাবা মা থেকে বিচ্ছিন্ন করার মতো গুরুতর মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত।