প্রেসক্লাবে দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানিয়েছেন।
তারা জানান, সাতক্ষীরা প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য হলো, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা। কিন্তু গত ২০২২ সালের পর থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের স্থানীয় নেতাদের অনৈতিক হস্তক্ষেপে এর ধারাবাহিকতায় ছেদ পড়ে। ফলে সৃষ্টি হয় অচলাবস্তার। বিগত জুলাই-আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর কতিপয় ব্যক্তিবর্গ সাতক্ষীরা প্রেসক্লাবের অধিকাংশ সদস্যকে বাইরে রেখে একটি মনগড়া কমিটি গঠন করে এবং অসাংবাদিক ও সন্ত্রাসীদের নিয়ে প্রেসক্লাবে দখরদারিত্ব কায়েম করে। তারা পেশাদার সাংবাদিকদের প্রেসক্লাব ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে সাতক্ষীরা প্রেসক্লাবের অধিকাংশ পেশাদার সাংবাদিক সদস্যের মতামতের ভিত্তিতে আবুল কাসেমকে সভাপতি ও আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১৩সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
গত ৩০ জুন উক্ত কমিটির সাধারণ সভায় অংশগ্রহণের জন্য সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে যেতে চাইলে দখলদার কমিটির নেতারা অস্ত্র-শস্ত্রে সজ্জিত বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হামলা চালায়। এতে কমপক্ষে ৩ জন গুরুতরসহ ৩০ জন সাংবাদিক আহত হন। যে ন্যাক্কাজনক ঘটনা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। এমতাবস্থায় প্রেসক্লাবে অচলাবস্থা থেকে উত্তরণের জন্য কোনরূপ আলাপ আলোচনা ছাড়াই দখলদার কমিটি তাদের দখলদারিত্ব পাকাপোক্ত করার জন্য আগামী ২৩/০৮/২০২৫ তারিখ শনিবার বেলা ১১টায় ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে তারা কথিত সাধারণ সভার আয়োজন করেছে।
আমরা পেশাদার সাংবাদিকরা এর প্রতিবাদ স্বরূপ আগামী শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছি। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরায় কর্মরত সকল সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি