নিজস্ব প্রতিবেদক : স্টেডিয়ামে অনূর্ধ্ব -১৪ ও অনূর্ধ্ব ১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০১৬-১৭ এর খুলনা বিভাগীয় দলে অংশগ্রহণ উপলক্ষে জেলা দলের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধণ করা হয়েছে। রবিবার সকালে বিসিবি’র আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, এনডিসি মো. আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, নির্বাহী সদস্য আব্দুল মান্নান, কাজী কামরুজ্জামান, আ.ম.আক্তারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, স.ম সেলিন রেজা, রুহুল আমিন, ইদ্রিস আলী, হাফিজুর রহমান খান বিটু, ইকবাল কবির খান বাপ্পি, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, ফজলুর রহমান ফজলু প্রমুখ। উল্লেখ্য যে, অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলা ২৫ ডিসেম্বর বাগেরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন সাইফুল ইসলাম বাপ্পী ও অনূর্ধ্ব- ১৬ ক্রিকেট ২ জানুয়ারী থেকে ঝিনাইদহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন শাহ আলম হাসান শানু।