তীরে এসে ডুবল তরি। ব্যপারটা ঠিক এমনই। ফাইনালের খুব কাছে গিয়েও খেলা হলনা ফাইনালটা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ২৬ রানে হেরে ফাইনাল খেলার স্বপ্ন ভেঙ্গে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের।
টস জিতে প্রথমে ব্যাট করে লঙ্কানদের ১৯৫ রানের সহজ লক্ষ্য দেয় টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ২৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ তুলে স্বাগতিকরা। এরপর শুরু হয় বৃষ্টি। অবশেষেবৃষ্টি আইনে জিতে যায় শ্রীলঙ্কা।
লঙ্কান ওপেনার ভি চাতুরাঙ্গার ৬৮ রানের এক ঝড়ো ইনিংসে জয় নিশ্চত হয় দলটির। টাইগারদের পক্ষে ২টি উইকেটই নেন নাঈম হাসান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নেমে ৪৮.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯৪ রান করে যুবারা। দলের পক্ষে অধিনায়ক সাইফ হাসান (২৬), সজীব হোসেন (১৮) আফিফ হোসেন (৩৬) হাবিবুর রহমান (১৮), রায়ান রাফসান (৩৮), কাজী অনিক (০), মোহাম্মদ রাকিব (২২), নাঈম হাসান (১১), সাখাওয়াত হোসেন (০),আব্দুল হালিম করনে (৭)। এছাড়া উইকেট রক্ষক মাহিদুল ইসলাম ৬ রান অপরাজিত রয়েছেন।
লঙ্কানদের পক্ষে প্রভীন ১০ ওভারে ২৫ রান দিয়ে নেন ৪ উইকেট। হ্যারেন ৩টি ও ড্যানিয়েল-রানসিকা নেন একটি করে উইকেট। ২১ ডিসেম্বর বুধবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হয় ম্যাচটি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ সজীব, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম (উইকেটরক্ষক), রায়ান রাফসান রহমান, মোহাম্মদ রাকিব, নাঈম হাসান, কাজী ওনিক, সাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, আব্দুল হালিম।
শ্রীলংকা অনূর্ধ্ব-১৯: মেন্ডিস (অধিনায়ক), ভান্দারা, ভি চাতুরাঙ্গা (উইকেটরক্ষক),ড্যানিয়েল, বয়াগোদা, প্রভীন, থিসারো, কৃষান, রিভেন, রানসিকা, হ্যারেন।