নিজস্ব প্রতিবেদক : সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনার অভিযোগে আশাশুনি থানা পুলিশের অভিযানে ৯জন গ্রেপ্তার হয়েছে। শনিবার গভীর রাতে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা জে.কে.ডি.এফ শুকুলিয়া দাখিল মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুই টি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করে। থানা সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা জে.কে.ডি.এফ শুকুলিয়া দাখিল মাদ্রাসার মাঠে সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনায় বৈঠক করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার চৌকশ অফিসার ওসি বিপ্লব কুমার নাথের নের্তৃত্বে রবিবার ভোর রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালায় এসময় আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মিয়ারাজ গাজীর ছেলে রেজাউল করিম (৪৯), কুড়িকাহুনিয়া গ্রামের মৃত জোহর আলী সানার ছেলে অহিদুজ্জামান (৪৫), প্রতাপনগর গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে আব্দুল মান্নান (৬১), ওয়াজেদ আলী সরদারের ছেলে সোহরাব হোসেন (৫৯), বেউলা গ্রামের সামছুর সরদারের ছেলে খোকন সরদার (৩০), খালিয়া গ্রামের মৃত এলাহী বক্স সানার ছেলে আব্দুস সালাম সানা (৫৮), মানিকখালী গ্রামের নূর আলী গাজীর ছেলে নজরুল গাজী (৪২), দেবহাটা উপজেলার চালতেতলা গ্রামের মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে আমির হোসেন (৩৮), পাইকগাছা থানার চাঁদখালী গ্রামের মৃত মিরাজ সরদারের ছেলে আঃ গফ্ফার সরদার (৪৫) কে গ্রেপ্তর করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ দুই টি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করে। এব্যাপরে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় নাশকতার মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নং-০২(১০)১৮)। আশাশুনি থানার বিশেষ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন এসআই(নিঃ) মোঃ মনজুরুল হাসান, এসআই (নিঃ) নয়ন কুমার চৌধুরী, এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, এসআই (নিঃ) নূর ইসলাম, পিএসআই মোঃ আঃ রাজ্জাক, এএসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ফেরদৌস কবির।
আশাশুনি থানা পুলিশের অভিযানে বোমাসহ ৯জন আটক
পূর্ববর্তী পোস্ট