নিজস্ব প্রতিবেদক: যাত্রাশিল্পকলা পুর্নজ্জিবিত করার লক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় দেশীয় সামাজিক যাত্রাপালা ‘নিয়তি কাঁদছে ভাগ্যের কারাগারে’ প্রদর্শিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেল প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ যাত্রাপালা প্রদর্শিত হয়।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, এনডিসি দেওয়ান আকরামুল, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুুরুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক এড. আজহারুল ইসলাম, অধ্যক্ষ আনিসুর রহিম, বিশিষ্ট চিত্রশিল্পি এম এ জলিল, নাছরিন খান লিপি, রোজ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন প্রমুখ।