অনলাইন ডেস্ক: নরসিংদীর মাধবদীর শেখেরচরে মঙ্গলবার জঙ্গি আস্তানায় অভিযানের পর পৌর এলাকার গদাইর চরে সন্দেহজনক দ্বিতীয় বাড়িতে আজ আবারও অভিযান শুরুর কথা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
মঙ্গলবার রাত থেকেই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে নারীসহ দু’জন অবস্থান করছে বলে পুলিশ জানিয়েছে। অবস্থানরতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
মঙ্গলবার বিকেলে ভগীরথপুরের অভিযান শেষেই গদাইর চরে এই দ্বিতীয় আস্তানায় অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছিল পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট-সিটিটিসি।
এর আগে শেখের চরে নব্য জেএমবি’র আস্তানায় অভিযান শেষে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযানের শুরুতে নিয়মানুযায়ী জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি তারা। উল্টো গুলি ছোঁড়ার পাশাপাশি বোমা বিস্ফোরণ ঘটায় তারা।
বিকেল ৪টার দিকে অভিযান শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুজনের মৃতদেহ। পুলিশ জানায়, দম্পতি পরিচয়ে কিছুদিন আগে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল নিহত দু’জন।
নরসিংদীতে ‘দ্বিতীয় জঙ্গি আস্তানা’য় অভিযানের অপেক্ষা
পূর্ববর্তী পোস্ট