অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় ভূমিধসে তিন বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। টুইন হিলস এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাইটে নির্মাণস্থলে এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন।
শুক্রবার পেনাং রাজ্যের জালান বেরকামবার পায়া টেরাবোং রিলাউর কাছে এ ঘটনা ঘটে। নিহত তিন বাংলাদেশি হলেন- যশোর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), পানিসারা ইউনিয়নের মোহিনিকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে রাহাতজান আলী (২৫) এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে আখতারুজ্জামান (৩৫)।
নিহতরা একে অপরের খালাতো ভাই। একই পরিবারের তিন ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত অন্যদের মধ্য ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ ও দুইজন নারী এবং মিয়ানমারের একজন নারী রয়েছেন।
দেশটির উত্তর-পূর্ব জেলা পুলিশ সহকারী কমিশনার চে জামান জানান, স্থানীয় সময় দুপুর ২টার দিকে মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা মাটির নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করছে উদ্ধারকারী দল।
মালয়েশিয়ায় ভূমিধসে তিন বাংলাদেশিসহ নিহত ৯
পূর্ববর্তী পোস্ট