বিদেশের খবর: পাকিস্তানে ব্লাসফেমি আইনের মামলায় খালাস খ্রিস্টান নারী আসিয়া বিবির আইনজীবী দেশ ত্যাগ করেছেন। তিনি বলেছেন, তার জীবন হুমকির সম্মুখীন। আসিয়া বিবিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়ায় তুমুল বিক্ষোভ হয় দেশটিতে। সরকারের সঙ্গে চুক্তির পর গত তিনদিন ধরে চলা বিক্ষোভ গতকাল শনিবারে থামে।
গত বুধবার সুপ্রিম কোর্টের রায়ে খালাস পান আসিয়া। গতকাল শনিবার সকালে আসিয়ার আইনজীবী সাইফুল মুলুক ইউরোপের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। ৬২ বছর বয়সী সাইফুল বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি আসিয়া বিবির জন্য লড়াই করতে চাই। তাই আমাকে বেঁচে থাকতে হবে।
এদিকে সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের ৫ দফার এক চুক্তির পর বিক্ষোভ বন্ধ হয়। চুক্তিতে বলা হয়েছে, আসিয়া বিবি এবং তার পরিবার দেশ ত্যাগ করতে পারবে না। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সরকার এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এ সম্পর্কে সাইফুল মুলুক বলেন, এটা দুর্ভাগ্যজনক, তবে অপ্রত্যাশিত নয়।