দেশের খবর: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ সব দল ও জোটের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভার শুরুতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে। নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের উপযুক্ত ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হবে।
সভায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। আর ১৪ নভেম্বর (বুধবার) দিনভর মনোনয়ন সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
সব দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
পূর্ববর্তী পোস্ট