রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের পদ্ধতি ও উপায় বের করতে আলোচনার জন্য সময় চেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। দলের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাক্ষরিত চিঠি শনিবার (১৭ নভেম্বর) গণভবনে পৌঁছে দেওয়া হয়েছে।
এরশাদের প্রেস সেক্রেটারি ও জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় বাংলা এ তথ্য জানান। শনিবার সুনীল শুভরায় চিঠিটি পৌঁছে দেন।
জাতীয় পার্টির সূত্রে জানা গেছে, আসন চেয়ে নয়, বরং একাদশ জাতীয় নির্বাচনের পদ্ধতি, জোট না একক, কোথায় কোন প্রার্থী দেওয়া হবে, এমন কিছু বিষয় যুক্ত করে আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বৈঠকে এ আলোচনা হবে।
সুনীল শুভরায় জানান, নির্বাচনের পদ্ধতি ও কৌশল সম্পর্কে আলোচনা করার জন্যই সময় চাওয়া হয়েছে। আশা করি, শিগগিরই আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পার্টির সঙ্গে যোগাযোগ করা হবে।