নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শুরু হয়েছে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ‘জনস্বার্থে বলি, নির্ভয়ে নিরাপদে’। সোমবার সকালে শহরের একটি গার্ডেনে ১ম দিনের কর্মশালার উদ্বোধন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ফ্রেড প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা।
প্রথম দিনে জনস্বার্থ সাংবাদিকতা, মুক্তমত এবং স্বাধীন সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দিনব্যাপী সেশন পরিচালনা করেন ট্রেইনার বিবিসি মিডিয়া অ্যাকশনের নুর সিদ্দিকী, কামাল শাহারিয়ার, সোহানা পারভীন এবং ব্লাস্টের গবেষণা কর্মকর্তা ফাহাদ বিন সিদ্দিক।
তারা বলেন, “তথ্যের গতি যেমন বেড়েছে, ভুল তথ্যের ঝুঁকিও তত বাড়ছে। একজন সাংবাদিকের দায়িত্ব সঠিক তথ্য খুঁজে বের করে তা প্রমাণ নির্ভরভাবে জনগণের সামনে তুলে ধরা।”
আগামী দুইদিন ডিজিটাল মিডিয়া লিটারেসি, ইনক্লুসিভ জার্নালিজম এবং ক্রিয়েটিভ স্টোরি টেলিং নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণে অংশনেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার, এখন টিভির আহসানুর রহমান রাজীব, চ্যানেল ২৪–এর আমিনা বিলকিস ময়না, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, হৃদয় বার্তা’র আলী মুক্তাদা হৃদয়, যমুনা টিভির আকরামুল ইসলাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, বাংলানিউজের তানজির কচি, গ্লোবাল টিভির রাহাত রাজা, দৈনিক যুগান্তরের মোজাহিদুল ইসলাম, বণিক বার্তার গোলাম সরোয়ার, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এনপিবির হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সমকাল এর কিশোর কুমার হালদার, খবরের কাগজের জাকির হোসেন, আরটিভি অনলাইনের জাহাঙ্গীর হোসেন, বার্তা২৪ এর মৃত্যুঞ্জয় রায়, জিএম মনিরুজ্জামান এবং মেহেদী হাসান সোহাগ।
প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা মনে করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ভুয়া তথ্য শনাক্তকরণ, সোর্স যাচাই, প্রমাণ ভিত্তিক অনুসন্ধান, অনলাইন নিরাপত্তা, আইনগত ঝুঁকি এড়ানো এবং জনস্বার্থে সত্যনিষ্ঠ রিপোর্ট তৈরির আধুনিক কৌশল শিখবেন। ফলে তাদের রিপোর্টিং আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য ও পেশাদার হবে যা গণমাধ্যমে আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

