মাহফিজুল ইসলাম আককাজ: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতিক কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস্ মনোয়ারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুল হোসাইন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, প্রভাষ চন্দ্র বিশ্বাস, শ্যামল কুমার দাশ, শেখ মুস্তাফিজুর রহমান, শারমিন সুলতানা, কানাই লাল মজুমদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাববৃন্দ। ২২ জানুয়ারি রোববার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর পুরস্কার বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারউ শিক্ষক গাজী মোমিন উদ্দীন ও আব্দুস সবুর।