বিদেশের খবর: যৌনতার বিনিময়ে আদালতের ম্যাজিস্ট্রেট নিয়োগের অভিযোগে ইসরায়েলের একজন উচ্চপদস্থ আইনজীবীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রধান অ্যাটর্নি জেনারেলসহ অন্যান্য বিচারকের সঙ্গে যোগসাজসে অনেক নারীকে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির।
মামলার প্রধান অভিযুক্ত আইনজীবী ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিটের ঘনিষ্ঠ বন্ধু। অভিযোগ উঠেছে এ ধরণের একাধিক ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন আভিচাই।
তদন্তে ইসরায়েলের বিচারমন্ত্রী আয়েলেত শাকেড ও সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ইসথার হাউতকে সাক্ষ্য দেয়ার জন্য সমন জারি হয়েছে। বিচারিক নিয়োগের ক্ষেত্রে গঠিত কমিটিতে উভয় রয়েছেন।
এ বিষয়ে একটি বিবৃতিতে জানায়, ‘যৌনতার বিনিময়ে বিচারক নিয়োগ হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ২ সপ্তাহ আগে তদন্ত শুরু হয়। সত্যতা পাওয়া যাওয়ায় একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।’
ইসরায়েলের একটি সংবাদমাধ্যম জানায়, বুধবার অভিযোগের তদন্তের জন্য ইসরায়েলি বার এসোশিয়েন ভবনে অভিযান চালায় পুলিশ।