বিদেশের খবর: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন আক্রমণ করে কথা বলেন তখনই তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হয় আমার।
শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত ‘ওড়িশা ডায়ালগ’ এ তিনি এ কথা বলেন।
রাহুল বলেন, আমার প্রাপ্তি হলো বিজেপি ও আরএসএসের কুকথা। এসব থেকে আমি অনেক শিখেছি। এটাই আমাকে দেয়া ওদের সব চেয়ে বড় উপহার। তাই যখনই মোদি আমাকে কুকথা বলেন, তার দিকে তাকাই। আর তাকে আলিঙ্গন করতে ইচ্ছে হয়।
তিনি বলেন, মোদির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মতভেদ রয়েছে। তার সঙ্গে আমি লড়াই করছি, করব। তিনি যাতে আর প্রধানমন্ত্রী না হতে পারেন, সেই চেষ্টাও করব।
তবে এটা বলতে পারি, মোদিকে আমি ঘৃণা করি না। তার বলার অধিকার রয়েছে। আমি সেই সুযোগ দেই, বলেন তিনি।