আশাশুনি ব্যুরো : আশাশুনির আনুলিয়া ইউনিয়নের ঘাষ্টিয়া গ্রামের গৌরপদ হালদার মুক্তিযুদ্ধের সরকারী স্বীকৃতি পেতে উদগ্রীব হয়ে রয়েছেন। মৃত কালিপদ হালদারের পুত্র গৌরপদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। বীরদর্পে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। তার প্রশিক্ষণ কেন্দ্র ছিল ভারতের বসিরহাট। তিনি বসিরহাট ক্যাম্প থেকে প্রশিক্ষণ গ্রহণ করে হেতাইলবুনিয়া ক্যাম্প হয়ে শেরেবাংলা ক্যাম্পের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও বারী সাহেবের নেতৃত্বে যুদ্ধে অংশ গ্রহণ করেন। ’৭১ এর রনাঙ্গনে জীবনের বাজি রেখে দেশের তরে যারা স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করেছিলেন তারা তাদের যোগ্য স্বীকৃতি প্রাপ্ত হবেন এটি সবার কাম্য। কিন্তু দীর্ঘদিন বহু যোগাযোগ করার পরও কাঙ্খিত মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাননি তিনি। বর্তমানে অন-লাইনে আবেদনের বিষয়টিও তিনি জানতে পারেননি। তাই উপজেলা নির্বাহী অফিসার ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব বরাবর যাচাই বাছাইয়ে তাকে সুযোগদানের জন্য আবেদন করেছেন।
পূর্ববর্তী পোস্ট