বিনোদন সংবাদ: এসএসসি পরীক্ষায় নিজের ফলাফল নিয়ে সাংবাদিকদের ভুল তথ্য দেওয়ার জন্য অবশেষে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরি।
এবার রাজধানীর মগবাজার গার্লস হাই স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন পোড়ামন-২ চলচ্চিত্রে অভিনেত্রী পূজা চেরি। সোমবার এসএসসির ফল প্রকাশের পর পূজা চেরি জানান, জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বলেন, ‘পরীক্ষার আগে ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কাজ ও পড়াশোনা একসঙ্গে করেছি। তবু আশা করছিলাম, এ প্লাস পাব, সেটা হয়নি; তারপরও আমি খুশি। আমার এই ফলের জন্য মায়ের (ঝর্ণা রায়) অবদান সবচেয়ে বেশি।’
পরে পূজা চেরির রোল নম্বর নিয়ে পরীক্ষার ফলাফলের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, তিনি আসলে পেয়েছেন জিপিএ ৩ দশমিক ৩৩।
এ নিয়ে বক্তব্য জানতে মঙ্গলবার সকালে পূজা চেরির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নম্বর বন্ধ পাওয়া যায়।
পরে সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক স্ট্যাটাসে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন পূজা। বলেন,
‘আসলে আমি দুঃখিত।
আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছি। তখন এডমিড কার্ড হাতে না থাকার কারনে আমি নিজে জানতে পারি নি। আসলে আমাকে যে তথ্যটি দিয়েছে সে নিজে আমাকে বলেছে আই এম সরি। আমি আসলে কাওকে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাই নি। এখন আমি নিজেই দেখছি। আমি এতেও খুশি। আসলে আমি হঠাৎ ঘাবড়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যতক্ষণ পর্যন্ত আমি নিয়ে সিওর না হবো ততক্ষন আমি কিছু বলবো না।
আমার সব সাংবাদিক ভাইরা ,আমি আসলেই দুঃখিত। এতটুকুর জন্য আমি ভাবলাম আমার ভক্তরা এবং সকল সাংবাদিক ভাইরা আমার উপর অসন্তুষ্ট। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার কাছে বড়। আপনারা আছেন বলেই আজ আমি পুজা চেরী। যারা এরকম নিউজ করছেন তাদের কাছে আমি অনুরোধ করছি।
আমি অত্যন্ত দুঃখিত।
আপনারা আমার উপর আর্শিবাদ রাখবেন যাতে আমি পরবর্তিতে আরো ভালো করতে পারি। এটাই আমার চাওয়া।’
২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত ‘নূর জাহান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূজার। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার এই ছবিতে জাহান চরিত্রে অভিনয় করেন তিনি সম্প্রতি তিনি ‘শান’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পোড়ামন ২ চলচ্চিত্রে দারুন অভিনয়ের জন্য তিনি এবার মেরিল প্রথম আলো দর্শক জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।