দেশের খবর: এবার মহাকাশে দ্বিতীয় স্যাটেলাইট পাঠানোর কথা ভাবতে শুরু করেছে সরকার। অভ্যন্তরীণ বাজারের চাহিদা আর প্রযুক্তির পরিবর্তন বিবেচনা করেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর ধরন ঠিক করা হবে।
স্যাটেলাইট প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বিসিএসসিএল।
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের বছর না পেরুতেই আলোচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। দেশের দ্বিতীয় স্যাটেলাইটের ধরণ, প্রযুক্তি ও স্যাটেলাইট প্রযুক্তি কেমন হবে তা বিবেচনার পাশাপাশি স্যাটেলাইট প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়টিও ভাবছে সরকার। জানিয়েছেন বিসিএসসিএল চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ।
যদিও কমিউনিকেশন স্যাটেলাইটের অস্থিতিশীল বাজার ও তরুণ প্রজন্মের প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বিবেচনা করে কম দূরত্বের ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণের পক্ষে বিশেষজ্ঞরা।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্যাটেলাইট প্রযুক্তির কোর্স অন্তর্ভুক্ত করতে চায় বিসিএসসিএল।
অন্তত একটি বিশ্ববিদ্যালয়ে স্যাটেলাইট প্রযুক্তি ল্যাব চালু করে অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে তা ব্যবহারের সুযোগ দেয়ার কথা বলেছেন শিক্ষকরা।