প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে ও আবাবিল হজ্জ গ্রুপের সহযোগিতায় জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ জুলাই) সকালে তুফান কনভেনশন সেন্টারে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, নিরপরাধ শহীদদের রক্ত বৃথা যাবে না। আমরা তাঁদের আত্মার শান্তি ও এই জাতির কল্যাণ কামনা করি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “যারা শহীদ হয়েছেন তাঁরা অন্যায়ের প্রতিবাদে জীবন দিয়েছেন—তাঁদের ত্যাগ নতুন প্রজন্মের অনুপ্রেরণা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ,বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ, বাংলাদেশের মোয়াল্লেম মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা সেক্রেটারি হাফেজ সাইদুর রহমান,পৌর শাখার সভাপতি হাফেজ মনোয়ার হোসেন মমিন,সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর আলম, সদর শাখার সভাপতি হাফেজ শাহাদাত হোসাইন, সেক্রেটারি হাফেজ ওয়াহিদুজ্জামান ওহিদসহ বিভিন্ন উপজেলা থেকে আগতো হাফেজ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাফেজ, আলেম, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত, এবং মর্মস্পর্শী আলোচনা শেষে সকল শহীদ ও নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত মুসল্লিরা চোখের জল ফেলে তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানায়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবতার প্রতিষ্ঠার আহ্বান জানান। সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।