এম বেলাল হোসাইন : আগামী ১৬ মার্চ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৩৫জন আইনজীবী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর দু’টো থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আবুর রউফের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সভাপতি পদে অ্যাড খোদা বক্স, অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. এম শাহ আলম, অ্যাড. শেখ আব্দুস সাত্তার (১)। সহ-সভাপতি পদে অ্যাড. একিউএম কুদরত ই মজিদ, অ্যাড. এসএম আশরাফুজ্জামান, অ্যাড. এমএম ইয়ারুল হক, অ্যাড. মোঃ নওশের আলী, অ্যাড. শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে অ্যাড. ওসমান গণি (পিপি), অ্যাড. এসএম আব্দুল বারি (২), অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, অ্যাড. এবি মঞ্জুর আহম্মদ খান তাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. জাহাঙ্গীর কবীর, অ্যাড, জিয়াউর রহমান, অ্যাড. মোস্তাক আহম্মেদ, কোষাধ্যক্ষ পদে মোঃ মোজাম্মেল হক, অ্যাড. খান মাহাফুজুর রহমান, অ্যাড. মোস্তফাজামান, অ্যাড. শাহাদাৎ হোসেন (৩), অ্যাড. আব্দুস সোবহান মুকুল, সহ-সম্পাদক (লাইব্রেরী বিষয়ক) পদে অ্যাড. রফিকুল ইসলাম(৩), অ্যাড. আ.ক.ম সামছুদ্দোহা খোকন, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক) পদে, অ্যাড. মোঃ জামালউদ্দিন, অ্যাড. স.ম মমতাজুর রহমান মামুন, অ্যাড. অ্যাড. মোঃ সালাহউদ্দিন (২), সহসম্পাদিকা (মহিলা বিষয়ক) পদে অ্যাড. নাদিরা পারভিন, সদস্যপদে অ্যাড. আল্লামা ফুয়াদ হাবিব, অ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম, অ্যাড. একে তৌহিদুর রহমান শাহীন, অ্যাড. মুজিবর রহমান, অ্যাড. মোঃ মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. রেজাউল ইসলাম, অ্যাড. রাশেদুজ্জামান রাজু ও অ্যাড সায়েদুজ্জামান সায়েদ।
এদিকে মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা পদে অ্যাড. নাদিরা পারভিন বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন। গঠণতন্ত্র ১৩ এর ৭ ধারা (১) উপধারার (৩) বিধি মোতাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আকবর আলীর পেশার মেয়াদ ১০ বছর না হওয়ায় ও সদস্য পদে অ্যাড. রফিকুল ইসলামের পেশার মেয়াত তিন বছর পূর্ণ না হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আব্দুর রউফ (১) মনোনয়ন জমাদান সংক্রান্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।