তালা প্রতিনিধি: তালার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনÑ তালা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল-১৯ মঙ্গলবার বিকালে তালা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল উপলক্ষ্যে এদিন তালা ডাকবাংলা এলাকা সাতক্ষীরা ও তালার সাংবাদিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, খেটে খাওয়া শ্রমিক, সামজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ, হতদরিদ্র মানুষ ও সাধারন পেশাজীবীদের অংশগ্রহনে মিলন মেলায় পরিনত হয়। উৎসবমূখর পরিবেশে সব শ্রেণির মানুষের শতঃস্ফূর্ত অংশগ্রহনে একটি সফল ইফতার মাহফিল এদিন অনুষ্ঠিত হলো।
রোজাদারদের সম্মানে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা রিপোর্টার্স ক্লাব সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালার সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ^াস, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল।
সম্মানিত অতিথির বক্তৃতা করেন, সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক যথাক্রমে দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মোহাম্মাদ হোসেন, দৈনিক পত্রদূত এর সম্পাদক (ভারপ্রাপ্ত) ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক লায়লা পারভীন সেঁজুতি, মহিলা ভাইস চেয়ারম্যান মূরশিদা পারভীন পাপড়ি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক সংবাদ’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম ও দি ডেইলি সাতক্ষীরা এবং নাগরিক আন্দোলন মঞ্চ- সাতক্ষীরা’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান মাসুম।
তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, শালিখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, শুভাষিণী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, বরেন্য বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, মোড়ল আব্দুর রশিদ, এম. ময়নুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, কর্মচারী কল্যান সমিতির সভাপতি মীর মহাসিন হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিৎ দাশ বাপি, বিশ^াস আতিয়ার রহমান, রফিকুল ইসলাম, ময়নুল ইসলাম, দেবাশীষ মূখার্জি, সৈয়দ ইদ্রিস, শাহিনুর রহমান খাঁ, শ্রমিকলীগ সভাপতি আব্দুল জব্বার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জুনায়েত আকবর, শিক্ষক প্রতিনিধি এস. এম. লিয়াকত হোসেন, মোস্তাফিজুর রহমান তিতু, অরবিন্দ মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের তালা উপজেলা সভাপতি জাহিদুর রহমান লিটু, তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী, সিনিয়র সাংবাদিক এম. এ. ফয়সাল, মো. নূর ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, দক্ষিনাঞ্চল নিউজ ক্লাবের সভাপতি এম. এ. মান্নান, রিপোর্টার্স ক্লাবের কার্য নির্বাহি কমিটির সদস্য এস. আর. আওয়াল, আপতাব হোসেন, ক্রীড়া সম্পাদক শেখ সিদ্দিক, প্রচার সম্পাদক ফারুক হোসেন সহ সাংবাদিক মনজুরুল হাসান বাবুল, হাসান আলী বাচ্চু, পার্থ মন্ডল, শাহিনুর রহমান, আব্দুর রহমান, মন্টু, এহসান, আব্দুস সালাম ও ছাত্রলীগ (জাসদ) সভাপতি আব্দুল আলীম প্রমুখ। অনুষ্ঠানে দেশ, জাতী, মুসলিম উম্মাহ ও সাংবাদিকদের কল্যান কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম আলহাজ¦ মাওলানা তাওহিদুর রহমান।