অনলাইন ডেস্ক: পাঁচ বছর বয়সী ছোট্ট মেয়ে এডিথ ফুলার। বিশ্বের প্রথম কমবয়সী শিশু হিসেবে ‘স্ক্রিপ ন্যাশনাল স্পেলিং বী’র চূড়ান্ত পর্বে নিজেকে পরিবেশনার সুযোগ পেয়েছে।
যুক্তরাষ্ট্রের অকলামাহোমা রাষ্ট্রের তুলসার ২০১৭ সালের আঞ্চলিক স্পেলিং প্রতিযোগীতায় এডিথ ফুলার ৫০ জন বড় বড় প্রতিযোগীদের টপকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এডিথ ফুলার, যা ইতোমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে।
ছয় বছর বয়সী এক দুরন্ত প্রতিযোগী বাদ পড়েছেন। কিন্তু, এডিথ ফুলার তার অসাধারণ প্রতিভাগুণে অংশগ্রহণের সুযোগ পেল চূড়ান্ত পর্বে।
সে স্কুলে যেত না। বাসায় বসেই মায়ের কাছে পড়ত বলে জানা যায়। তাকে পরবর্তী পর্বে ১৫ বছর বয়সী প্রতিযোগীদের সঙ্গে লড়তে হবে ওয়াসিংটন ডিসির ন্যাশনাল হার্বরে।