খেলার খবর: বিশ্বকাপ জমিয়ে তুলেছে পাকিস্তান। বুধবার বার্মিংহামে বাবর আজমের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় দলটি। এবারের বিশ্বকাপে এটা নিউজিল্যান্ডের প্রথম হার।
কিউইদের দেওয়া ২৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। বাবর খেলেন ১০১ রানের হার না মানা ইনিংস। হারিস সোহেলের ব্যাট থেকে এসেছে ৬৮ রান।
বার্মিংহামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩৭ রান করেছিল নিউজিল্যান্ড। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল কিউইরা। ষষ্ঠ উইকেট জুটিতে জেমস নিশাম ও কলিন ডি গ্রান্দোম মিলে ১৩২ রানের জুটি গড়েন। ধ্বংসস্তুপ উঠে ২৩৭ রানের পূঁজি পায় নিউজিল্যান্ড। ৯৭ রানের হার না মানা ইনিংস খেলেন নিশাম। গ্রান্ডোম করেন ৬৪ রান। পাকিস্তানের বামহাতি মিডিয়াম পেসার শাহিন আফ্রিদি ১০ ওভারে মাত্র ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
শেষ চারে ওঠার লড়াইয়ে এখনো টিকে রয়েছে এশিয়ার চার দল। ৫ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া ভারতের হিসাবটা অনেক সহজ। সুযোগ আছে শ্রীলঙ্কার সামনেও। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬। বাকি তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। তিনটিতে জিততে হবে। বাংলাদেশের সম্ভাবনা তো রয়েছেই।