প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আবু নাছিম ময়নার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলা ছাত্রলীগের কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মরহুমের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ আবু সেলিম কোকিল, ছেলে শেখ আসিফ ইকবাল হিরক। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, এড. সৈয়দ জিয়াউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটু, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন, এড. জিয়াউর রহমান বাচ্চু, এড. জিকু, জেলা তাতীলীগের শাহীন, তৌহিদ, জেলা তরুনলীগের সভাপতি কর্নেল বাবু, এড. শেখ তামিম আহমেদ সোহাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নাজমুল হক রনি। সমাবেশে বক্তারা বলেন, শেখ আবু নাছিম ময়না ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। শেখ আবু নাছিম ময়না ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা। বলিষ্ট রাজনৈতিক নেতৃত্বে অধিকারী। তিনি ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় ভাবে ছিলেন এবং সারাজীবন দলের জন্য কাজ করে গেছেন। দলীয় কোন প্রোগ্রাম থাকলে প্রতিটি প্রোগ্রামে সময়ের আগে তিনি পৌছে যেতেন। প্রতিটি প্রোগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন। তাঁর ত্যাগী মনোভাবের কারণে সাতক্ষীরা জেলার অনেক নেতা আজ অনেক ভাল অবস্থানে চলে গেছেন। তাঁর ছিলনা কোন ক্ষমতার লোভ, ছিলনা কোন পদের মোহ। মরহুম আবু নাছিম ময়নার রুহের মাগফিরাত কামনা এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর ছেলের সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন রেজিঃ অফিসের ঈমাম হাফেজ মোঃ ইসমাইল।