পাটকেলঘাটা ডেস্ক : ডিজিটাল উন্নয়নের ছোঁয়ায় তথ্যপ্রযুক্তির অবাধ সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে কার্যক্রম শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তির এ ছোঁয়ায় মানুষ যাতে খুব সহজেই তাদের সেবা পেতে পারে সে লক্ষ্যে ইন্টারনেট সেবা পৌছে দিতে অবিরাম কাজ করে চলেছে কর্তৃপক্ষ। গত ১ সপ্তাহ যাবত তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সংযোগের ক্যাবল টানার কাজ চলছে। পাটকেলঘাটা বাজার ছাড়িয়ে কুমিরা কদমতলা মোড়েও এ সংযোগ চালুর কাজ প্রায় শেষ পর্যায়ে।
জানা যায়, বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ইন্টারনেট সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছানোর লক্ষ্যে দ্রুত গতিতে কার্যক্রম চলছে। এ সেবার আওতায় সকল মানুষই গ্রহণ করতে পারবেন। সংযোগ প্রদানকালে শামীম হোসেন জানান, ইনফো সরকার প্রজেক্ট এর অধীনে পদ্মার এপারে ইন্টারনেট সেবা কার্যক্রম দোরগোড়ায় পৌছাতে ইতোমধ্যে কাজ চলমান রয়েছে। রাসেল হোসেন নামে অপর কর্মচারী জানালেন, বেনাপোল টু সাতক্ষীরা এবং সাতক্ষীরা টু খুলনাসহ যশোর হয়ে এ ইন্টারনেট সেবা পৌছানোর লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছি। স্বল্পমুল্যে সকল জনগণ এ সেবা গ্রহণ করতে পারবেন।